West Bengal Weather Update : বর্ষার দাপট আজ নয়, দিনক্ষণ, সময় জানাল আবহাওয়া দফতর,
অপেক্ষার অবসান। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে প্রাক্ বর্ষার বৃষ্টি। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির বার্তা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরবঙ্গ যখন ভাসছে, তখন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এখনও খটখটে। এই পরিস্থিতিতে এবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমন বার্তা শোনাল আবহাওয়া দফতর। তবে আপাতত উচ্ছ্বাস প্রকাশের সুযোগ নেই।
শুক্রবারই পা রাখছে বর্ষা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রাক্ বর্ষার বৃষ্টি। তবে কলকাতার জন্য এখনই সুখবর কিছু নেই। ভাল বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আরও ৪ দিন।
এখনই ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ। ২৩ জুনের পর দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও অংশে।
এর মধ্যেই বুধবার বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় মাঝারি বৃষ্টি। সারাদিনে ঘুরেফিরে বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণের প্রায় সমস্ত জেলায়।
কলকাতায় বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি আছে ঠিকই । প্রাক বর্ষার বৃষ্টি হবে আজও। তবে সেই বৃষ্টি এই মুহূর্তে পর্যাপ্ত বা সন্তোষজনক হবে না।
বৃষ্টির জন্য কলকাতাকে অপেক্ষা করতে হবে ২৩ বা ২৪ তারিখ পর্যন্ত। সামান্য বৃষ্টি হলেও আপাতত ঘেমে নেয়ে একাকার হতেই হবে। অস্বস্তি থেকে রেহাই নেই কলকাতার।
উত্তরবঙ্গের ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -