West Bengal Weather Update : বর্ষার দাপট আজ নয়, দিনক্ষণ, সময় জানাল আবহাওয়া দফতর,
Weather Update : শুক্রবারই পা রাখছে বর্ষা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রাক্ বর্ষার বৃষ্টি। তবে কলকাতার জন্য এখনই সুখবর কিছু নেই। ভাল বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আরও ...
শহরে বর্ষা কবে ?
1/9
অপেক্ষার অবসান। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে প্রাক্ বর্ষার বৃষ্টি। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির বার্তা রয়েছে।
2/9
উত্তরবঙ্গ যখন ভাসছে, তখন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এখনও খটখটে। এই পরিস্থিতিতে এবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমন বার্তা শোনাল আবহাওয়া দফতর। তবে আপাতত উচ্ছ্বাস প্রকাশের সুযোগ নেই।
3/9
শুক্রবারই পা রাখছে বর্ষা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রাক্ বর্ষার বৃষ্টি। তবে কলকাতার জন্য এখনই সুখবর কিছু নেই। ভাল বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আরও ৪ দিন।
4/9
এখনই ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ। ২৩ জুনের পর দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
5/9
বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও অংশে।
6/9
এর মধ্যেই বুধবার বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় মাঝারি বৃষ্টি। সারাদিনে ঘুরেফিরে বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণের প্রায় সমস্ত জেলায়।
7/9
কলকাতায় বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি আছে ঠিকই । প্রাক বর্ষার বৃষ্টি হবে আজও। তবে সেই বৃষ্টি এই মুহূর্তে পর্যাপ্ত বা সন্তোষজনক হবে না।
8/9
বৃষ্টির জন্য কলকাতাকে অপেক্ষা করতে হবে ২৩ বা ২৪ তারিখ পর্যন্ত। সামান্য বৃষ্টি হলেও আপাতত ঘেমে নেয়ে একাকার হতেই হবে। অস্বস্তি থেকে রেহাই নেই কলকাতার।
9/9
উত্তরবঙ্গের ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
Published at : 19 Jun 2024 01:39 PM (IST)