Weather Update :রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, কলকাতা-সহ সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সতর্কতা ! আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
West Bengal Weather Update: রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই দুর্যোগের আশঙ্কা, সতর্কতার আওতায় আছে কি আপনার জেলা ? দেখুন একনজরে
Continues below advertisement
রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, কলকাতা-সহ সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সতর্কতা ! আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
Continues below advertisement
1/10
দক্ষিণবঙ্গে আজ শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। ঝড়-বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে।
2/10
রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে আগামীকাল রবিবার। পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও।
3/10
পশ্চিমীঝঞ্ঝা পূর্ব ও উত্তর-পূর্ব ভারত দিয়ে পাস করছে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও সংলগ্ন এলাকায়। উত্তরপূর্ব এবং দক্ষিণ আসাম এলাকায় দু-দুটি ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশ ও বিহার সংলগ্ন এলাকায় আরও দুটি ঘূর্ণাবর্ত। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
4/10
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরো একটি ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত। এটি মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে। পশ্চিমী ঝঞ্ঝা সংলগ্ন এলাকায় রয়েছে আরো একটি অক্ষরেখা।
5/10
ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সতর্কতা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে। রবিবারে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা নয় জেলাতে। সর্তকতা থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির। কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা।
Continues below advertisement
6/10
কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা জারি থাকবে নয় জেলাতে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই ছয় জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
7/10
সোমবার ও মঙ্গলবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড়ো পরিবর্তন নেই।
8/10
ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে; আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হতে পারে শিলাবৃষ্টি। থাকবে কালবৈশাখীর সম্ভাবনা।
9/10
শনিবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং ,কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই তিন জেলাতেই ৭০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
10/10
রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও মাঝারি বৃষ্টি বেশি পরিমাণে হবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।সোমবার ও মঙ্গলবারে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের প্রভাব কিছুটা কমবে উত্তরবঙ্গে।
Published at : 12 Apr 2025 07:00 PM (IST)