Weather Update: সরস্বতী পুজোয় ঘূর্ণাবর্তের বৃষ্টি, দুর্যোগ কাটবে কবে ? জানাল হাওয়া অফিস
সরস্বতী পুজোয় (Saraswati Puja 2024) দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকাল থেকেই একাধিক জেলায় আকাশের মুখ ভার। কোথাও আংশিক মেঘলা আকাশ (Cloudy Sky)।
কোথাও আবার পুরোপুরি মেঘলা আকাশ। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
আগামী দু-তিন দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে। ইতিমধ্য়েই বৃষ্টি শুরু পুরুলিয়া ও বাঁকুড়া-সহ বেশ কিছু জেলায়।
তবে শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।
আবহাওয়াবিদ জানিয়েছেন, মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে। ঘুর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাব বৃষ্টি মধ্য ভারত পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
বঙ্গোপসাগরে একটি চাপ কাজ করছে। যার প্রভাব আগামী ২৪ ঘণ্টা অবধি কাজ করবে।
সরস্বতী পুজোর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া,বীরভূম এবং পশ্চিম বর্ধমানে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও বিস্তার বাড়বে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -