Weather Update: আজ ছুটির সকালেও কি ভোগাবে বৃষ্টি ? কেমন থাকবে আবহাওয়া ? দেখুন জরুরি আপডেট
পৌষ মাসেও বৃষ্টির আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১০ জেলায় গতকাল রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে সেই আশঙ্কা এখন আর নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে নামতে পারে পারদ।
মূলত আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হতে পারে। তবে তারপর ফের বাড়তে পারে তাপমাত্রা।
অন্য়দিকে বড়দিন এবং বর্ষ শেষের দিন বৃষ্টির কোনও সম্ভবনা নেই। কলকাতার তাপমাত্রা ১৭ থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
রবিবার ঘন কুয়াশার সতর্কবার্তা ৫ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এগিয়েছে, বর্তমানে সেটির অভিমুখ বিশাখাপত্তনমের দিকে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মৎসজীবীদের আজ বিকেল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। ভিনরাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ ইয়ানামে।
ঘন কুয়াশার দাপট রাজস্থান, বিহার ,ঝাড়খন্ড, সিকিম এবং পশ্চিমবঙ্গে। চরম শৈত্যপ্রবাহ রাজস্থানে এবং হিমাচল প্রদেশে।
এই দুই রাজ্যে গ্রাউন্ড ফাস্ট এর সম্ভাবনা। শৈত্য প্রবাহ চলবে জম্মু-কাশ্মীর লাদাখ, মুজাফফরাবাদ, হরিয়ানা, চন্ডীগড় এবং রাজস্থানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -