Weather Update: অস্বস্তি বাড়াচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, আজ আপনার জেলায় বৃষ্টি নামবে কি ?

West Bengal Weather Update : কেমন থাকবে আবহাওয়া দুই বঙ্গে ? দেখুন একনজরে...

অস্বস্তি বাড়াচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, আজ আপনার জেলায় বৃষ্টি নামবে কি ?

1/10
বাংলায় বর্ষা ঢুকেছিল একটু দেরিতে, তাই মেজাজ চড়েছিল সপ্তমে। এখন প্রায় রোজদিনই আকাশ মেঘলা। কলকাতা-সহ পাশ্ববর্তী রেল স্টেশন হোক কিংবা বাস স্টপেজ বদলাতেই নানা রূপে ধরা দিচ্ছে প্রকৃতি।
2/10
একদিকে আকাশে কোথাও ঘন কালো মেঘ। কিছুটা দূরে বুঝি আবার শরৎ এর আকাশ ! তবে যাই হোক বৃষ্টিতে অরুচি ধরেছে এবার বাঙালির, ছাতা নিয়ে বের হতে বিরক্তি লাগে বইকি ! যদিও এই দৃশ্য রাজ্যের সব জেলাতে নয়।
3/10
কোথাও কোথায় বৃষ্টি তেমন হচ্ছে না। যাই হোক, সব মিলিয়ে,  আগামীকাল কেমন থাকবে আবহাওয়া দুই বঙ্গে ? জানাল হাওয়া অফিস।
4/10
বুধবার কেমন থাকবে আবহাওয়া ? IMD জানিয়েছে, মাসের শেষ দিন দক্ষিণবঙ্গের ৪ জেলায় হলুদ সতর্কতা থাকছে।
5/10
মূলত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর। যদিও সেই হলুদ সতর্কতার তালিকায় নেই কলকাতা। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছেই মহানগরে। 
6/10
আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার আকাশ মেঘলা থাকবে কলকাতায়। তাপমাত্রার খুব একটা বদল হবে না।
7/10
মূলত ২৭ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে তাপমাত্রা।
8/10
উত্তরবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। আইএমডি সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
9/10
মূলত গত কয়েকধরেই একটা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙে।
10/10
ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে আশঙ্কা করা হয়েছে। 
Sponsored Links by Taboola