Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: অস্বস্তি বাড়াচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, আজ আপনার জেলায় বৃষ্টি নামবে কি ?
বাংলায় বর্ষা ঢুকেছিল একটু দেরিতে, তাই মেজাজ চড়েছিল সপ্তমে। এখন প্রায় রোজদিনই আকাশ মেঘলা। কলকাতা-সহ পাশ্ববর্তী রেল স্টেশন হোক কিংবা বাস স্টপেজ বদলাতেই নানা রূপে ধরা দিচ্ছে প্রকৃতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকদিকে আকাশে কোথাও ঘন কালো মেঘ। কিছুটা দূরে বুঝি আবার শরৎ এর আকাশ ! তবে যাই হোক বৃষ্টিতে অরুচি ধরেছে এবার বাঙালির, ছাতা নিয়ে বের হতে বিরক্তি লাগে বইকি ! যদিও এই দৃশ্য রাজ্যের সব জেলাতে নয়।
কোথাও কোথায় বৃষ্টি তেমন হচ্ছে না। যাই হোক, সব মিলিয়ে, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া দুই বঙ্গে ? জানাল হাওয়া অফিস।
বুধবার কেমন থাকবে আবহাওয়া ? IMD জানিয়েছে, মাসের শেষ দিন দক্ষিণবঙ্গের ৪ জেলায় হলুদ সতর্কতা থাকছে।
মূলত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর। যদিও সেই হলুদ সতর্কতার তালিকায় নেই কলকাতা। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছেই মহানগরে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার আকাশ মেঘলা থাকবে কলকাতায়। তাপমাত্রার খুব একটা বদল হবে না।
মূলত ২৭ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে তাপমাত্রা।
উত্তরবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। আইএমডি সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
মূলত গত কয়েকধরেই একটা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙে।
ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে আশঙ্কা করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -