Weather Alert: উইকএন্ডে ঘুরতে যাচ্ছেন ? আপনার ভ্রমণ স্থান হাওয়া অফিসের সতর্কতার আওতায় নেই তো ?

West Bengal Weather Update: আগামীকাল বাইরে বের হবার আগে, দেখুন কেমন থাকবে আবহাওয়া ?

উইকএন্ডে ঘুরতে যাচ্ছেন ? আপনার ভ্রমণ স্থান হাওয়া অফিসের সতর্কতার আওতায় নেই তো ?

1/10
আপনি যদি আগামীকাল ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে হাওয়া অফিসের পূর্বাভাস দেখে বের হন। মূলত কিছু জেলায় প্রবল দুর্যোগের সতর্কতা জারি হয়েছে।
2/10
একটানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে। একাধিক জায়গায় নেমেছে ধস।
3/10
পাশাপাশি জমা জলে বিপজ্জনক পরিস্থিতি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। মূলত,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হয়েছে।
4/10
যার জেরেই একটানা ভারী বর্ষণের মুখোমুখি বাংলা। উত্তরবঙ্গকে (Red Alert and Take Action) দেওয়া হয়েছে লাল সতর্কতা এবং এখুনি পদক্ষেপ নিতে বলা হয়েছে।
5/10
পাশাপশি দক্ষিণবঙ্গকে (Be Prepared) পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
6/10
সতর্কবার্তার আওতায় থাকছে বাংলার মোট ১৮ জেলা, এমনটাই খবর আইএমডি সূত্রে।
7/10
MD সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা-সহ ১০ জেলায় সতর্কবার্তা জারি হয়েছে।এর মধ্যে পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ- এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে।
8/10
কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
9/10
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বর্ষণের আশঙ্কা থাকছে।
10/10
অপরদিকে,১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, দাবি রাজ্যের। টানা বৃষ্টির মধ্যে জল ছাড়ল ডিভিসি, প্লাবনের আশঙ্কা রাজ্যের। রাজ্য সরকারকে না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি, অভিযোগ নবান্নের। হাওড়া, হুগলি, খানাকুল, গোঘাট, আমতায় প্লাবনের আশঙ্কা।  
Sponsored Links by Taboola