Weather Update: রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড়, জবুথবু দশা কলকাতার, একাধিক জেলায় এবার শৈত্যপ্রবাহের পরিস্থিতির সতর্কতা জারি !

West Bengal Weather Update : দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতল দিন ও শৈত্য প্রবাহের পরিস্থিতি , কাল কেমন থাকবে আবহাওয়া ?

Continues below advertisement

রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড়, জবুথবু দশা কলকাতার, একাধিক জেলায় এবার শৈত্যপ্রবাহের পরিস্থিতির সতর্কতা জারি !

Continues below advertisement
1/13
ঠান্ডায় কনকনে কলকাতা। তাপমাত্রা নামতে নামতে প্রায় দশ, যা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৭ ডিগ্রি কম। কুয়াশার চাদরে অদৃশ্য সূর্য। সঙ্গে তিরতিরে ঠান্ডা হাওয়া। মঙ্গলবারের শীতে একেবারে জবুথবু দশা কলকাতার।
2/13
দক্ষিণবঙ্গে এদিন সবচেয়ে শীতল ছিল বীরভূম। দার্জিলিঙে তাপমাত্রা নামল দেড় ডিগ্রিতে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতল দিন ও শৈত্য প্রবাহের পরিস্থিতি থাকার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
3/13
ভোটের আগে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য-রাজনীতি যখন একেবারে গরম, তখন হুহু করে ঢুকতে থাকা উত্তুরে হিমেল হাওয়া কাঁপন ধরাল উত্তর থেকে দক্ষিণে।নতুন বছরের প্রথম সপ্তাহেই রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড়, ঠান্ডার তীব্রতা কতটা, কলকাতার কনকনে দশাতেই তা স্পষ্ট হয়ে যায়।
4/13
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এক ধাক্কায় ২ ডিগ্রি কমেছে তাপমাত্রা। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৭ ডিগ্রি কম।
5/13
ভোর থেকে বেলা পর্যন্ত ঘন কুয়াশার দাপট। সূর্যের দেখা নেই। তিরতির করে ধেয়ে আসা ঠান্ডা হাওয়া। মঙ্গলবারের শীতে একেবারে জবুথবু দশা কলকাতার। ২০১৩ সালের ৯ জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
Continues below advertisement
6/13
তার আগে, ২০০৩ সালের ২২ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে কার্যত দশের ঘরে, যা ঠকঠকিয়ে দিয়েছে শহরবাসীকে।
7/13
আলিপুর আবহাওয়া দফতর আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, কলকাতায় সেভাবে শীতের দেখা আজকাল আর মেলে না। গত কয়েক বছরে অনেকের মুখে বারবার উঠে এসেছে এই আক্ষেপ।
8/13
এমনকি কলকাতার ঠান্ডায় বহু বাড়িতে লেপ অনেকদিনই বাতিল হয়েছে। বাহারি কম্বলের ওমে এতদিন অবলীলায় পৌষ-মাঘের মোকাবিলা করে এসেছেন যাঁরা, এদিন সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা টের পেয়ে তাঁরাই তাজ্জব বনে যান!
9/13
যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে, কলকাতায় এদিনের পারদ জানুয়ারিতে তার সেরা দশ সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৮৯৯ সালের ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
10/13
মহানগরে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রার সেটাই এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। দক্ষিণবঙ্গে এদিন শীতল বীরভূম। শ্রীনিকেতন ও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
11/13
উত্তরের রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি।আর হিমালয়ের কোলে বসে থাকা দার্জিলিঙের তো কথাই নেই। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা কমতে কমতে হয়েছে দেড় ডিগ্রি। সকাল থেকে একাধিক জেলা ছিল ঘন কুয়াশার চাদরে মোড়া।
12/13
এই পরিস্থিতিতে রাজ্যের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।তাদের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতল দিন ও শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
13/13
উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি মতো কম থাকার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, সব মিলিয়ে তাপমাত্রার সামান্য হেরফের হলেও আগামী কয়েকদিন রাজ্যে শীতের দাপট বজায় থাকবে।
Sponsored Links by Taboola