Weather Update:বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রথযাত্রার দিনে তুমুল বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
Weather Update on Ratha Yatra 2025: রথযাত্রায় আজ কেমন থাকবে আবহাওয়া ? দেখুন একনজরে
বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রথযাত্রার দিনে তুমুল বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
1/10
রথেও হবে বৃষ্টি। এমনই পূর্বাভাসের কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। সূত্রের দাবি, শুক্রবার কলকাতা সহ রাজ্য়ের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2/10
তবে শনিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। রথের দিনও বৃষ্টির ভ্রুকুটি! শুক্রবার কলকাতা-সহ রাজ্য়ের সব জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর।
3/10
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্য়ের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4/10
রথযাত্রার দিন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতাতেও বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5/10
তবে আবহাওয়া দফতর জানিয়েছে , শনিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6/10
কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। পাশাপাশি মঙ্গলবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
7/10
আজ রথযাত্রার দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। একাধিক জেলা হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতর সূত্রে খবর, দিঘায় আকাশ আজ আংশিক মেঘলা থাকবে।
8/10
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।এমনকি ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। IMD সূত্রে খবর, এদিন কলকাতার আকাশে থাকবে মেঘ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
9/10
এদিকে, টানা বৃষ্টির জেরে অজয় নদের জলস্তর বাড়ায় পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মাঝে তৈরি অস্থায়ী মাটির সেতু ভেঙে পড়ায় সমস্য়া তৈরি হয়েছে কাঁকসায়। জলের তোড়ে ভেসে গেছে সেতুর একাংশ।
10/10
যার ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ১৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে স্থানীয়দের। পাশে স্থায়ী সেতু তৈরি হলেও, এখনও তার উদ্বোধনই হয়নি।সেখানে জড়ো করা মাটি টপকেই বাধ্য় হয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের বলে অভিযোগ।
Published at : 27 Jun 2025 12:04 PM (IST)