Weather Update: ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস; রথের দিন কেমন আবহাওয়া?

Weather Forecast: তবে আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

ফাইল ছবি

1/8
রথের দিনও বৃষ্টির ভ্রুকুটি রাজ্য। শুক্রবার কলকাতা-সহ রাজ্য়ের সব জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগারে তৈরি হওয়া নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্য়ের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2/8
রথযাত্রার দিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতাতেও বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3/8
তবে আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 
4/8
রবিবার আবার বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টি হতে পারে। 
5/8
সোমবার এবং মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। পুুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 
6/8
রথের দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। 
7/8
আগামীকাল রথের দিন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 
8/8
শনি ও রবিবার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। 
Sponsored Links by Taboola