West Bengal Weather Update: অবশেষে স্বস্তি, নামবে তাপমাত্রার পারদ; বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
Weather Forecast: তাপপ্রবাহ থেকে আংশিক স্বস্তি। তবে হট-ডে পরিস্থিতি আজও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
ফাইল ছবি
1/10
উষ্ণ ইদ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হট ডে পরিস্থিতি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম অনেকটাই বেশি থাকবে। কলকাতাতেও বেলা গড়ালে অস্বস্তি বাড়বে। তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁতে পারে।
2/10
সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ। পরে মূলত পরিষ্কার আকাশ। তাপপ্রবাহ থেকে আংশিক স্বস্তি। তবে হট-ডে পরিস্থিতি আজও দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হট-ডে পরিস্থিতি।
3/10
পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। তাপমাত্রার থেকেও বেশি হবে ফিল লাইক টেম্পারেচার। মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে।
4/10
উষ্ণতায় কাটবে ইদের দিন। কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
5/10
তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন পূর্বভাস রয়েছে। কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে।
6/10
আজ থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী ৪-৫ দিন একই রকম থাকবে তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
7/10
সোমবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতায়। পরে মূলত পরিষ্কার আকাশ। বাড়ছে রাতের তাপমাত্রা। কিছুটা কমল দিনের তাপমাত্রা। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই এখনও স্বাভাবিকের চেয়ে বেশি।
8/10
সকালের মনোরম পরিবেশ কার্যত উধাও। বেলা বাড়লে তীব্র গরম; সূর্যের প্রখর তাপে দাবদাহের অবস্থা। বাতাসে ক্রমশ বাড়বে জলীয় বাষ্প। গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে দিনে ও রাতে। সর্বোচ্চ তাপমাত্রা এ সপ্তাহে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
9/10
বৃহস্পতিবার থেকে হাওয়া বদল। আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। সপ্তাহান্তে হতে পারে হালকা বৃষ্টিপাত।
10/10
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৮৯ শতাংশ।
Published at : 31 Mar 2025 11:08 AM (IST)