Bengal Weather Update: আজ বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে, স্বস্তির খবর দিল হাওয়া অফিস
আবহাওয়াবিদ সোমনাথ দত্ত বলেন,আইসোলেটেড প্লেসে বৃষ্টি হবে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৪ মার্চ বৃষ্টিটা ছড়িয়ে পড়বে উত্তরের দিকে। দক্ষিণের দিকে স্পেসিয়াল কভারেজ আরও বেড়ে যাবে।
কলকাতা-সহ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ছড়িয়ে যাবে। তারপরের দিন অর্থাৎ ১৫ মার্চ আবার ১৩ তারিখের মত আকার নেবে।
কলকাতা-সহ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় আইসোলেটেড রেনফল হবে। তারপরে আর আবহাওয়া শুষ্ক হবে না।
আজ নিয়ে তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই বৃষ্টিপাতের কারণ হল মূলত, প্রথম আগামীকালের বৃষ্টিপাতের জন্য দায়ি বঙ্গোপসাগরে একটি অ্য়ান্টি সাইক্লোন একদমই উপরের দিকে চলে গিয়েছে।
পাতা ঝরার ভোরে শীতল অনুভূতি থাকলেও, বেলা বাড়তেই গরম অনুভূত হচ্ছে। বলতে গেলে পাখা অফ করে দিন কাটানোর সময় শেষ, জানান দিয়েছে প্রকৃতি।
দুপুরে বাইরে থাকলে ঘামও হচ্ছে। ঠিক এমনই সময় আবহাওয়া দিয়ে স্বস্তির খবর দিল হাওয়া অফিস।
ইতিমধ্যেই দিল্লির মৌসম ভবন, এনিয়ে স্বস্তির বার্তাই শুনিয়েছে। অন্তত মে মাস অবধি খুব কষ্ট পেতে হবে না বঙ্গবাসীকে।
কারণ মার্চ , এপ্রিল এবং মে মাসে কমবেশি বৃষ্টিপাতের কথাই জানিয়েছে আবহাওয়া দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -