Weather Update: কাল থেকেই হাওয়া বদলের ইঙ্গিত, বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি
West Bengal Weather Update: কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিন ও রাতে গরমও অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি।
ছবি সৌজন্যে - PTI
1/10
দক্ষিণবঙ্গের জেলায় হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত বর্ষার অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু।
2/10
কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উইকেন্ডে ভারী বৃষ্টি দার্জিলিঙে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলাতেও। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
3/10
আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ১২ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলে অনুমান হাওয়া অফিসের।
4/10
দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক ও গরম আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। তাপমাত্রা আপাতত একই রকম থাকবে। গরম এবং অস্বস্তিতে কাটবে আগামী দুদিন।
5/10
আজ ও কাল হট এবং হিউমিড ওয়েদার উপকূলের জেলায়। আজ দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হট এবং হিউমিড ওয়েদার।
6/10
বুধ, বৃহস্পতি এবং শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে।
7/10
উত্তরবঙ্গে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া বইবে।
8/10
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিন ও রাতে গরমও অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া।
9/10
দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। আগামীকাল বুধবার পর্যন্ত একই রকম তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে।লঝড় বৃষ্টির সম্ভাবনা কম। বিকেল বেলা থেকে রাতের দিকে স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
10/10
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯২ শতাংশ।
Published at : 10 Jun 2025 09:49 AM (IST)