Saraswati Puja Weather Update: ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, সরস্বতী পুজোর আনন্দ 'মাটি' করতে পারে বৃষ্টি ?
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ কাটতে 'আশার' আলো দেখেছিলেন রাজ্যবাসী। অনেকে ভেবেছিলেন, এবার হয়তো, সামান্য হলেও ঠান্ডার আমেজ মিলবে সরস্বতী পুজোয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু, সেই ভাবনায় জল ঢালতে পারে ঘূর্ণাবর্তের বৃষ্টি, অন্তত তেমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানালেন, ১৩-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ এবার ভিজতে হতে পারে সরস্বতী পুজোয় ।
কিন্তু, গোটা রাজ্যেই কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ? মানে রাজ্যের সব জেলাই কি বৃষ্টির জেরে মাটি হবে সরস্বতী পুজোর আনন্দ ?
এপ্রসঙ্গে গণেশকুমার দাস জানাচ্ছেন, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১৪ ফেব্রুয়ারি দুই বর্ধমান,পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।
এছাড়া ১৫ ফেব্রুয়ারি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে ১৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির পূর্বাভাস নেই।
এই তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়েরও সম্ভাবনা রয়েছে বলে জানান আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা।
তাঁর সংযোজন, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে। ১৫ ফেব্রুয়ারি সর্বত্র হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।
তবে ১৪ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। ১৫ ফেব্রুয়ারি,হালকা বর্ষণের পূর্বাভাস থাকছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা।
মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূমে। আগামী দুদিনে তাপমাত্রা গড়ে ২-৩ ডিগ্রি বাড়তে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -