Saraswati Puja Weather Update: ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, সরস্বতী পুজোর আনন্দ 'মাটি' করতে পারে বৃষ্টি ?

Rain Forecast : গোটা রাজ্যেই কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ? মানে রাজ্যের সব জেলাই কি বৃষ্টির জেরে মাটি হবে সরস্বতী পুজোর আনন্দ ?

সরস্বতী পুজোর আনন্দ 'মাটি' করতে পারে বৃষ্টি ?

1/10
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ কাটতে 'আশার' আলো দেখেছিলেন রাজ্যবাসী। অনেকে ভেবেছিলেন, এবার হয়তো, সামান্য হলেও ঠান্ডার আমেজ মিলবে সরস্বতী পুজোয়।
2/10
কিন্তু, সেই ভাবনায় জল ঢালতে পারে ঘূর্ণাবর্তের বৃষ্টি, অন্তত তেমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
3/10
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানালেন, ১৩-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ এবার ভিজতে হতে পারে সরস্বতী পুজোয় ।
4/10
কিন্তু, গোটা রাজ্যেই কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ? মানে রাজ্যের সব জেলাই কি বৃষ্টির জেরে মাটি হবে সরস্বতী পুজোর আনন্দ ?
5/10
এপ্রসঙ্গে গণেশকুমার দাস জানাচ্ছেন, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১৪ ফেব্রুয়ারি দুই বর্ধমান,পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।
6/10
এছাড়া ১৫ ফেব্রুয়ারি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে ১৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির পূর্বাভাস নেই।
7/10
এই তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়েরও সম্ভাবনা রয়েছে বলে জানান আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা।
8/10
তাঁর সংযোজন, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে। ১৫ ফেব্রুয়ারি সর্বত্র হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।
9/10
তবে ১৪ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। ১৫ ফেব্রুয়ারি,হালকা বর্ষণের পূর্বাভাস থাকছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা।
10/10
মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূমে। আগামী দুদিনে তাপমাত্রা গড়ে ২-৩ ডিগ্রি বাড়তে পারে।
Sponsored Links by Taboola