Weather Update : ছায়া ঘনাল সোমের সকালেই, মেঘ ডেকে নামবে বৃষ্টি, কোথায় কোথায় আজ বৃষ্টি ?

Weather Today : আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। রবিবার সন্ধে থেকেই নেমেছে পারদ। ঝড়-বৃষ্টির ফলে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।

ছায়া ঘনাল সোমের সকালেই, মেঘ ডেকে নামবে বৃষ্টি

1/8
রবিবাসরীয় সকাল থেকেই মুখভার ছিল আকাশের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। সোমবারও বজায় থাকবে সেই ভিজে আবহাওয়ার সিলসিলা।
2/8
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে সোমবারও।
3/8
কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
4/8
আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। রবিবার সন্ধে থেকেই নেমেছে পারদ। ঝড়-বৃষ্টির ফলে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।
5/8
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গে আগামীকাল, মঙ্গলবার থেকেই ফিরতে পারে রোদের তেজ।
6/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টির স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। উত্তুঙ্গ তাপনাত্রায় নাভিশ্বাস উঠতে পারে বৃষ্টির রেশ কাটলে।
7/8
রবিবার তারকেশ্বর, গাইঘাটা ও মেমারিতে বাজ পড়ে ৩ জনের মৃত্যু হল রবিবার। পূর্ববর্ধমানের জামালপুরে ঝড়ের তাণ্ডবে সেতুতে থেকে পড়ে যায় চারচাকা গাড়ি। ধর্মতলায় বাজ পড়ে ভাঙল মেট্রো মলের পিলারের একাংশ। তবে কেউ আহত হননি।
8/8
কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ,বীরভূম ,মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কা ।
Sponsored Links by Taboola