West Bengal Weather : বৃষ্টিতে নামল পারদ, আজও জেলায় জেলায় ঝড়-জল-বৃষ্টি, কোথায় বৃষ্টি সবথেকে বেশি?
আজও রাজ্যড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণবঙ্গের এই ৭ জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আর তার জেরে গুমোট ভাব না কাটলেও উত্তুঙ্গ পারদের থেকে মিলবে স্বস্তি।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই একধাক্কায় নেমেছ কলকাতার তাপমাত্রা।
গত ৫ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলছিল পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কলকাতায় ৩৮ ডিগ্রি আর পুরুলিয়াতে ৪১ ডিগ্রি হয়ে গেছিল তাপমাত্রা। তবে ৬ তারিখ থেকে সেই আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে।
মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বিচ্ছিন্নভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরের তিন জেলাতেও দেওয়া হয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
১১ তারিখ কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা সোমবার জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামীকাল থেকে বাতাসে আর্দ্রতা কম থাকায় অস্বস্তিও কম হবে বলে তারা জানিয়েছে।
তাপপ্রবাহ থেকে আজও মিলবে স্বস্তি। । তাপমাত্রা কম থাকায় , বাতাসে আর্দ্রতা কম থাকায় অস্বস্তি কম থাকবে।
বুধবার উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার,জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ থাকবে, বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।
১২ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি নাও হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -