Weather Update : ঘুম ভাঙতেই ভেজা বাতাস, বসন্তের শনিবাসরীয় সকালে ভারী বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়
ভরা বসন্তে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজও আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই ভেজা হাওয়ায় বৃষ্টির সঙ্কেত । উপকূলের জেলা-সহ দক্ষিণ ও পশ্চিম দিকের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সঙ্কেত রয়েছে। শনিবাসরীয় সকালে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবসন্তের ছোঁয়া প্রকৃতি জুড়ে। সরস্বতী পুজোর আগে থেকেই ঊর্ধ্বমুখী পারদ। তারপর থেকে আর উল্লেখযোগ্য ভাবে তাপমাত্রা নামেনি। তবে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার কলকাতাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে শুক্রবারের অনুপাতে। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ভিজতে পারে শনিবার।
মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
সপ্তাহান্তে ফের দুর্যোগের ভ্রুকুটি রয়েছে জেলায় জেলায় । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তবে সব জায়গায় নয়। বিক্ষিপ্ত বৃষ্টিরই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিভিন্ন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বা Yellow Alert।
মুর্শিদাবাদ থেকে নিচের দিকের সবকটি জেলাতেই হতে পারে বৃষ্টি । জানিয়েছে মৌসম ভবন।
২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়।
image 6
- - - - - - - - - Advertisement - - - - - - - - -