Weather Update : ঘুম ভাঙতেই ভেজা বাতাস, বসন্তের শনিবাসরীয় সকালে ভারী বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়
Kolkata Weather : শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে শুক্রবারের অনুপাতে। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়
1/9
ভরা বসন্তে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজও আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই ভেজা হাওয়ায় বৃষ্টির সঙ্কেত । উপকূলের জেলা-সহ দক্ষিণ ও পশ্চিম দিকের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সঙ্কেত রয়েছে। শনিবাসরীয় সকালে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
2/9
বসন্তের ছোঁয়া প্রকৃতি জুড়ে। সরস্বতী পুজোর আগে থেকেই ঊর্ধ্বমুখী পারদ। তারপর থেকে আর উল্লেখযোগ্য ভাবে তাপমাত্রা নামেনি। তবে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা সামান্য কমতে পারে।
3/9
শনিবার কলকাতাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে শুক্রবারের অনুপাতে। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4/9
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ভিজতে পারে শনিবার।
5/9
মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
6/9
সপ্তাহান্তে ফের দুর্যোগের ভ্রুকুটি রয়েছে জেলায় জেলায় । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তবে সব জায়গায় নয়। বিক্ষিপ্ত বৃষ্টিরই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিভিন্ন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বা Yellow Alert।
7/9
মুর্শিদাবাদ থেকে নিচের দিকের সবকটি জেলাতেই হতে পারে বৃষ্টি । জানিয়েছে মৌসম ভবন।
8/9
২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়।
9/9
image 6
Published at : 24 Feb 2024 07:11 AM (IST)