Weather Update: আকাশ কালো করে দফায় দফায় বৃষ্টি, দুর্যোগের আশঙ্কা বঙ্গে

West Bengal Weather: আগামী সপ্তাহে রথযাত্রা। রথে ভাসতে পারে রাজ্য। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

ছবি সৌজন্যে - PTI

1/8
রবিবাসরীয় সকালে মুখ ভার আকাশের। একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
2/8
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে দক্ষিণবঙ্গের বীরভূম, বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, মালদায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
3/8
আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৬ জুন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যার জেরে পশ্চিম গাঙ্গেয় উপকূল ও বাংলাদেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। ২৭ জুন রথ। সেদিন থেকে ৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা , হাওড়া, বীরভূমে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 
4/8
আজ, রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কতা। 
5/8
সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে।
6/8
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা জারি করেছে হাওয়া অফিস। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে।
7/8
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।
8/8
সোমবার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 
Sponsored Links by Taboola