West Bengal Weather update: দক্ষিণবঙ্গে ভরপুর বর্ষা নামছে কবে, কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও ২২ দিন বাদে দক্ষিণবঙ্গে তার প্রবেশ ঘটেনি। শুক্রবার বিকেলে এই বিষয়ে আপটেড দেওয়া হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। (ছবি সৌজন্য-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলিপুর আবহাওয়া দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের অবশিষ্ট অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে আজ আরও অগ্রসর হয়েছে। (ছবি সৌজন্য-পিটিআই)
শুক্রবার এটি উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং উত্তর ২৪ পরগনা, নদিয়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার বেশিরভাগ অংশ, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণবঙ্গের বীরভূম জেলার কিছু অংশকে কভার করে।(ছবি সৌজন্য-পিটিআই)
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতেও প্রবল বৃষ্টি হচ্ছে ৩১ মে বর্ষা সেখানে প্রবেশের পর থেকে। (ছবি সৌজন্য-পিটিআই)
বৃহস্পতিবার সকাল থেকে মুখ ভার দেখে কিছুটা আশার আলো জেগেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বসবাসকারী মানুষদের। দুপুর থেকে বৃষ্টিতে তা আরও জোরালো হয়েছিল। (ছবি সৌজন্য-পিটিআই)
২০ জুন বিকেলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয় আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায়।(ছবি সৌজন্য-পিটিআই)
শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া দফতরের পূর্বাভাস হল, দার্জিলিঙে ২০ ডিগ্রি, কালিম্পঙে ২৪ ডিগ্রি, রামসাইয়ে ৩০, কোচবিহারে ৩০, জলপাইগুড়িতে ২৯, শিলিগুড়িতে ৩১, রতুয়াতে ৩৪, মালদায় ৩৩ ডিগ্রি থাকবে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
শনিবার মুর্শিদাবাদে ৩৫ ডিগ্রি, বহরমপুরে ৩৫, শান্তিনিকেতনে ৩৬, আসানসোলে ৩৬, বর্ধমানে ৩৬, কৃষ্ণনগরে ৩৫, আসানসোলে ৩৬, পুরুলিয়া ৩৭, বিষ্ণুপুরে ৩৬, হাওড়ায় ৩৫, দমদমে ৩৫, আলিপুরে ৩৫, সল্টলেকে ৩৫, অশোকনগরে ৩৫, ডায়মন্ড হারবারে ৩৪, মেদিনীপুরে ৩৬, দিঘাতে ৩৫ ও সুন্দরবনে ৩৪ ডিগ্রি। (ছবি সৌজন্য- পিক্সাবে)
আগামী ৩-৪ দিনের মধ্যে ওড়িশা, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। (ছবি সৌজন্য-পিটিআই)
শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কম হলেও বর্ষা পুরোপুরি কবে নামবে তার অপেক্ষায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা। (ছবি সৌজন্য-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -