Weather Update: সকালে কুয়াশা, আজ ফের দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে ! জাঁকিয়ে শীত কবে ?
West Bengal Weather Update : আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? বিস্তারিত জানাল হাওয়া অফিস
Continues below advertisement
সকালে কুয়াশা, আজ ফের দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে ! জাঁকিয়ে শীত কবে ?
Continues below advertisement
1/10
গতকাল প্রধানমন্ত্রীর চপার অবতরণে ভিলেন কুয়াশা। কারণ গতকাল আবহাওয়া (Weather Update) একটু অস্বাভাবিক আচরণ করেছে।
2/10
শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। আজ হঠাৎ করেই দিনের তাপমাত্রা নেমে এসেছে ২১ ডিগ্রির ঘরে।
3/10
অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রায় ৫ ডিগ্রি ফারাক হয়ে গেছে। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, স্বাভাবিক নিয়মে শীতের দিনে সকাল সাড়ে ৯ টা বা ১০ টা থেকে ঝলমলে রোদ ওঠে।
4/10
সেদিক দিয়েও গতকাল কিছুটা ব্যতিক্রমী ছিল। কারণ গতকাল প্রায় সকাল ১১ টা পর্যন্ত সেইভাবে রোদের তেজ বাড়েনি।
5/10
ফলে ভোরের কুয়াশাচ্ছন্ন আকাশ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কুয়াশাচ্ছন্ন থেকে গেছে।
Continues below advertisement
6/10
যার সরাসরি প্রভাব পড়েছে দৃশ্যমানতায়। দিনের এই সর্বোচ্চ তাপমাত্রা কমার পাশাপাশি পর্যাপ্ত শক্তিশালী বাতাসের অভাব ছিল। ফলে জমাট বাঁধা কুয়াশা দীর্ঘক্ষণ এক জায়গায় থিতু হয়ে যায়।
7/10
আগামীকাল ফের দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তা পৌঁছে যাবে ২৩ বা ২৪ ডিগ্রির ঘরে। তবে কাল সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকতে চলেছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, পশ্চিমাঞ্চলের পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং উপকূলের সমস্ত জেলা।
8/10
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ভোরে। তবে কাল সকাল ৯ টা নাগাদ রোদের তেজ বৃদ্ধি পাবে। ফলে আজকের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি আগামীকাল হওয়ার সম্ভাবনা কম।
9/10
দিনের তাপমাত্রা কমলেও রাতের পারদ নিচে না নামলে শীতের আমেজ ফিরবে না। সেই আমেজ অন্তত আগামী ৭২ ঘণ্টায় ফিরছে না।
10/10
বড়দিনের আগে ফের রাতের পারদ নামতে শুরু করবে। জেলায় জেলায় ২ থেকে ৩ ডিগ্রি রাতের পারদ পতনের পূর্বাভাস বড়দিনের প্রাক্কালে।
Published at : 21 Dec 2025 06:11 AM (IST)