Weather Update: আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস, পৌষের শেষে শীতে কাঁপছে গোটা রাজ্য

WB Winter Forecast: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম, এই তিন জেলার কিছু অংশে শৈত্য়প্রবাহের সতর্কতা জারি হয়েছে।

ছবি সৌজন্যে-পিটিআই

1/10
আগামী এক-দু দিন তাপমাত্রা একইরকম থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
2/10
পৌষের শেষবেলায় শীতের ঝোড়ো ব্যাটিং। ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য়। পারদ-পতনে রবিবার শৈল শহর দার্জিলিঙের সঙ্গে টেক্কা দিল জঙ্গলমহলের জেলা পুরুলিয়া।
3/10
ভৌগলিক দূরত্ব ৬০০ কিমির বেশি হলেও পারদ পতনে এক হয়ে গেল রাজ্যের দুই প্রান্ত। এদিন দুই জেলারই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
4/10
পারদ-পতনে এক জেলা অপর জেলাকে টেক্কা দিচ্ছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৮.৯, বহরমপুরের ৯.৬ ডিগ্রি,পানাগড়ের তাপমাত্রা ছিল ৮.১,শ্রীনিকেতনে ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
5/10
পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে শৈত্য় প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
6/10
পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১-২ দিন তাপমাত্রা একইরকম থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে থাকবে।
7/10
মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8/10
বৃহস্পতিবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গে সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরে কুয়াশার দাপট থাকবে।
9/10
তাপমাত্রা নামছে উত্তরের জেলাগুলিতেও। বাগডোগরায় পারদ নেমেছে ৭ ডিগ্রিতে, জলপাইগুড়ির তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি।
10/10
ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় পুরুলিয়ার আদ্রা ডিভিশনে বেশ কয়েকটি ট্রেনের গতি কমানো হয়। একই কারণে এদিন সকালে কাটোয়া-বল্লভপাড়া ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
Sponsored Links by Taboola