Weather Update : আজ ফের দুর্যোগের আশঙ্কা, ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, দুর্যোগ বিদায় নেবে কবে ?
West Bengal Weather Update : আজ কেমন থাকবে আবহাওয়া ? বিস্তারিত জানাল IMD
আজ ও আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? বিস্তারিত জানাল IMD
1/10
দোরগড়ায় পুজো। এদিকে ফের হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে IMD. দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের ১৫ জেলায় দুর্যোগের অশনি সংকেত। তালিকায় রয়েছে উত্তরের আরও ৮ জেলা।
2/10
মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা সামান্য কমবে। তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলেই অস্বস্তি। মূলত মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রায় সব জেলাতেই।
3/10
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
4/10
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ,কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে।
5/10
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মঙ্গলবারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া জেলাতে। বুধবার ও বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি। শুক্রবার ও শনিবারে বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে।
6/10
উত্তরবঙ্গে আজ অতিভারী বৃষ্টি,র সতর্কতা। বৃষ্টি বেশি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি সব জেলাতেই।
7/10
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা।আজ রবিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা।
8/10
গতকাল দেশ থেকে মৌসুমী বায়ু প্রত্যাহার শুরু হয়েছে। নির্ধারিত দিনের তিন দিন আগে পশ্চিম রাজস্থান থেকে শুরু হলো মৌসুমী বায়ুর প্রত্যাহার পর্ব। ১৭ ই সেপ্টেম্বর নির্ধারিত সময়।
9/10
শ্রী গঙ্গানগর যোধপুর এর উপর দিয়ে মনসুন উইথড্রন লাইন। বাংলায় মৌসুমি বায়ু প্রত্যাহারের স্বাভাবিক দিন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ। আগামী দু'দিনের মধ্যে রাজস্থানের আরও বেশি অংশ এবং পঞ্জাবের কিছু এলাকায় থেকে বর্ষা বিদায় নেবে।
10/10
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজও কাল বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি।
Published at : 16 Sep 2025 07:01 AM (IST)