Weather Update Today: আজ ঘনাচ্ছে দুর্যোগ, বাংলার এই জেলাগুলিতে উত্তাল হবে বর্ষা ?
অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার ভরপুর বৃষ্টি শুরু হল বলেই মনে করছেন আবহবিদরা। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য এলাকাগুলিতে দুর্যোগ আরো প্রবল হয়েছে। দুকূল ছাপিয়েছে তিস্তা ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গে বৃষ্টি আনতে তৈরি। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আজ শনিবার বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়।
দক্ষিণবঙ্গে শনিবার দিনভার মোটামুটি মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। উত্তর থেকে দক্ষিণ , সবজায়গাই ভিজবে কম-বেশি। আজকের পর থেকে বৃষ্টি আবার কমবে।
শনিবার বঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
আজ, শনিবার কলকাতায় বৃষ্টি হবে। এছাড়া বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে।
আগামীকাল থেকে আবার বৃষ্টির পরিমাণ কমে যাবে। ১৭ই জুলাই থেকে ফের বৃষ্টির বাড়তে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
image 7
উত্তরবঙ্গে আজ, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়।
কলকাতায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে মেঘলা আকাশই থাকবে সারাদিন। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে । তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দিনভর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -