Weather Update : বিকেলেই নামবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বর্ষার খেলা শুরু এই জেলাগুলি থেকেই
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একদিকে যখন উত্তরের জেলাগুলি বৃষ্টি থেকে একটু নিষ্কৃতি পেতে চাইছে, তখন দক্ষিণবঙ্গের অবস্থা চাতকপ্রায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজুনের প্রচণ্ড বৃষ্টির ঘাটতি জুলাইতে মিটবে কি না, তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দফতর। তবু এরই মধ্যে একটু আশার বার্তা দিল তারা।
আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের ৫ জেলায়। অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিন জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম।
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
বুধবার ১০ জুলাই, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে।
বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এছাড়া দার্জিলিং , কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিকেলের দিকে। বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -