West Bengal Weather Update: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কতটা বৃষ্টির সতর্কতা? উত্তরের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া?
West Bengal Weather Forecast: আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয় দফতর, দেখে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি - এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উইকেন্ডে। সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
2/10
উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা - এই চার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
3/10
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ - এইসব জেলার কিছু অংশে।
4/10
আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি - এই পাঁচ জেলায়। বিক্ষিপ্ত ভাবে ভারীর সম্ভাবনা রয়েছে। এখন কয়েকদিন বৃষ্টি চলবে।
5/10
সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেরজেলাগুলিতে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ার - এই চার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার জেলাতে।
6/10
মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি - উত্তরবঙ্গের উপরের দিকের এই পাঁচ জেলায়। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7/10
ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে বলে আশঙ্কা। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে ভারী বৃষ্টির কারণে। একই সঙ্গে সিকিমেও ধসের আশঙ্কায় রয়েছেন বাসিন্দারা।
8/10
আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা - এই চার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাকি জেলাতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
9/10
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে।
10/10
রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা। তার থেকেও বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।
Published at : 09 Aug 2025 05:14 PM (IST)