West Bengal Weather Update: এখনই কমছে না বৃষ্টি, কতদিন চলবে দুর্যোগ? মঙ্গলবার কোন কোন জেলায় ভারী বর্ষণ

West Bengal Weather Forecast: নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূলবর্তী এলাকায় যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সূত্র- পিক্সেলস। ফের নিম্নচাপের ভ্রূকুটি। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর নিম্নচাপের প্রভাব রয়েছে। এই নিম্নচাপ ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। এর প্রভাবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি। উপকূল ও সংলগ্ন জেলায় একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূলবর্তী এলাকায় যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেও বৃষ্টি হতে পারে।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। অল্প কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিই হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। মঙ্গলবার পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। বুধবারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার দু-এক জায়গায়। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মঙ্গলবার। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - এই জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। শুধু দক্ষিণবঙ্গে নয়, আগামী কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার- উত্তরবঙ্গের উপর দিকের এই ৫ জেলাতেই মূলত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। নিম্নচাপ তৈরি হচ্ছে। সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে আগামী ২৪ঘন্টায় বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Sponsored Links by Taboola