Weather Update : বঙ্গ জুড়ে দুর্যোগ, কলকাতায় আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলায় বিশেষ সতর্কতা?
অবশেষে প্রতীক্ষার অবসান। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা আজ। শুক্রবার অঝোর ধারায় বৃষ্টির সঙ্কেত দিল আবহাওয়া দফতর ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস।
বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সবকিছু চললে এই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গত সপ্তাহের উইকএন্ড-এ প্রচণ্ড গরমে কষ্ট পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। যদিও দুর্যোগের সঙ্কেত নেই। গত সপ্তাহের উইকএন্ড-এ প্রচণ্ড গরমে কষ্ট পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। যদিও দুর্যোগের সঙ্কেত নেই।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
আগামীকালও ভিজতে পারে কলকাতা। শনিবারও জেলায় জেলায় বৃষ্টির সঙ্কেত রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।
আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -