Weather Update: শীতের আমেজ শহরজুড়ে, বছরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডা
West Bengal Weather: শীতের এই পর্ব চলবে শুক্র-শনিবার পর্যন্ত। সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল হতে পারে।
ফাইল ছবি
1/10
বছরের শুরুতেই শীতের আমেজ শহরজুড়ে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলানয় ১ ডিগ্রি কম।
2/10
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।
3/10
তবে পশ্চিমী ঝঞ্জার কারণে রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। পাশাপাশি মঙ্গলবার দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও।
4/10
বছরের শুরুতে ফিরল জমিয়ে শীতের আমেজ। হিমেল পরশ বাংলায়। তবে জানুয়ারির প্রথম সপ্তাহতেও জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডা অধরাই থেকে যাবে।
5/10
শীতের এই পর্ব চলবে শুক্র-শনিবার পর্যন্ত। সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল হতে পারে।
6/10
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনি ও রবিবার নাগাদ তাপমাত্রা সামান্য বাড়তে পারে ধীরে ধীরে।
7/10
আগামী সপ্তাহে ফের বৃষ্টি তুষারপাতের সামান্য সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা আগামী মঙ্গলবার, ৭ই জানুয়ারি।
8/10
দার্জিলিং ও কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা। তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
9/10
মঙ্গলবার তুষারপাতের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকবে। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে।
10/10
মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সবথেকে বেশি আশঙ্কা রয়েছে কুয়াশার।
Published at : 03 Jan 2025 08:15 PM (IST)