Weather Update: শীতের আমেজ শহরজুড়ে, বছরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডা
বছরের শুরুতেই শীতের আমেজ শহরজুড়ে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলানয় ১ ডিগ্রি কম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।
তবে পশ্চিমী ঝঞ্জার কারণে রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। পাশাপাশি মঙ্গলবার দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও।
বছরের শুরুতে ফিরল জমিয়ে শীতের আমেজ। হিমেল পরশ বাংলায়। তবে জানুয়ারির প্রথম সপ্তাহতেও জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডা অধরাই থেকে যাবে।
শীতের এই পর্ব চলবে শুক্র-শনিবার পর্যন্ত। সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনি ও রবিবার নাগাদ তাপমাত্রা সামান্য বাড়তে পারে ধীরে ধীরে।
আগামী সপ্তাহে ফের বৃষ্টি তুষারপাতের সামান্য সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা আগামী মঙ্গলবার, ৭ই জানুয়ারি।
দার্জিলিং ও কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা। তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
মঙ্গলবার তুষারপাতের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকবে। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে।
মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সবথেকে বেশি আশঙ্কা রয়েছে কুয়াশার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -