Winter Weather Update : পাখা-AC র দিন আর দূরে নেই, এই দিনেই শীত শেষ, জানাল আবহাওয়া দফতর

এই দিনেই শীত শেষ, জানাল আবহাওয়া দফতর

1/8
কখনও ছুটছে ঘাম, কখনও এক ধাক্কায় নামছে পারদ। ফেব্রুয়ারির শুরুতে খামখেয়ালি পারদের ওঠানামা। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু তিন দিন তাপমাত্রা সামান্য কমবে।
2/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে। তারপর আবার তাপমাত্রা বাড়বে। ফের নিম্নমুখী হবে সপ্তাহান্তে।
3/8
সূর্য-ধোওয়া ভোর নয়, আকাশ কুয়াশার চাদরে মোড়া। সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা কুয়াশাচ্ছন্ন। বেলা গড়াতে ক্রমশ পরিষ্কার হতে থাকে আকাশ।
4/8
এরই মধ্যে ফের ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বাংলায়। উত্তরবঙ্গের চার জেলা এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে।
5/8
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। তবে আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য নামতে পারে।
6/8
আগামী ৪/৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ পারদ। দক্ষিণবঙ্গে তাপমাত্রার খেলা চললেও উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন কোনো পরিবর্তন নেই তাপমাত্রার।
7/8
ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বাংলা থেকে বিদায় বলে অনুমান আবহবিদদের। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ৮ ফেব্রুয়ারি ঢুকবে। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
8/8
কলকাতায় মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রাও নিম্নমুখী হবে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
Sponsored Links by Taboola