Weather Update: আগামীকাল প্রবল বর্ষণের সতর্কতা, দুর্যোগের তালিকায় আছে কি আপনার জেলা ?
সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা সত্যি হয়েছে। আজ রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিকে গত ৪৮ ঘণ্টায় বজ্রপাতের জেরে জেলায় প্রাণও হারিয়েছেন একাধিক।
পাশাপাশি একটানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। এহেন পরিস্থিতিতে রাত পেরোলে কেমন থাকবে মেঘের মেজাজ ? কেমন আবহাওয়া থাকবে আগামীকাল ? জানাল হাওয়া অফিস
আইএমডি সূত্রে খবর, আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা রয়েছে।
পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার আপডেট চেক করতে এবং বজ্রবিদ্যুৎ এর সময় নিরাপদ আশ্রয় যেতে।
অপরদিকে, উত্তরবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে। কিন্তু বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা।
তার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -