Weather Alert: আজ রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস, বাংলায় কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল ?
বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়িতে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সেটির উত্তর-পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে, অন্ধ্র উপকূলের দক্ষিণ পূর্ব দিকে, অবস্থানগত ভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল বেলা আড়াইটে নাগাদ তৈরি হওয়া নিম্নচাপ প্রায় একই জায়গায় অবস্থান করে ক্রমশঃ জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং নিজের শক্তি বাড়াচ্ছে।
আগামীকাল শুক্রবার ২৪ তারিখ সকাল ৮ টা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।
শক্তি সংগ্রহ করতে করতে এরপর এটি উত্তর পূর্ব অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে।
পরেরদিন শনিবার ২৫ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। ঘূর্ণিঝড় হওয়ার পর এটির ব্যাপ্তি বাড়বে।
বাংলায় প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহবিদরা। যদিও সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -