Weather Updates: ঘূর্ণাবর্তের মেঘ জমছে রাজ্যে, কোন কোন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা?

Weather Rain Alert: এই সপ্তাহেই আবহাওয়ায় আসছে বড় বদল। বুধবার থেকে পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

ঘনাচ্ছে ঘূর্ণাবর্তের মেঘ

1/7
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আবহাওয়ায় পরিবর্তন আসবে চলতি সপ্তাহেই। মঙ্গলবার থেকেই পশ্চিমের জেলাগুলি আংশিক মেঘলা হবে।
2/7
ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যার জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ১৪ থেকে ২০ মার্চের মধ্যে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
3/7
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4/7
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টি বেশি হবে। মঙ্গলবার শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে।
5/7
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয় বাষ্প খুব বেশি না থাকায় শুকনো গরম অনুভূত হবে। বৃহস্পতিবার থেকে দু-তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা।
6/7
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
7/7
ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকায় শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা অথবা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা বাড়ছে।
Sponsored Links by Taboola