Weather Today: এখনই থামবে না বৃষ্টি? দুর্যোগ সতর্কতা জারি এই জেলাগুলিতে! বড় আপডেট আবহাওয়ার

Weather Updates: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ বর্তমানে ঝাড়খন্ডের দিকে সরতে শুরু করেছে

একটানা বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলায়

1/7
সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আরও প্রায় ১৬ ঘণ্টা বাংলা এবং ওড়িশা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে।
2/7
এদিকে, একটানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন বাংলা। চরম ভোগান্তির দৃশ্য শহর থেকে জেলা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, চলতি সপ্তাহেও বৃষ্টির থামার লক্ষণ নেই।
3/7
বরং একটানা বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলায়। আজ‌ও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে একাধিক জেলায়। জল জমে আরও বিপর্যয়ের আশঙ্কা রয়েছে জেলাগুলিতে।
4/7
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ বর্তমানে ঝাড়খন্ডের দিকে সরতে শুরু করেছে। আজ রাতের মধ্যে বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব সরে যাবে। পশ্চিমাঞ্চলের জেলার ওপর দিয়ে নিম্নচাপ ক্রমশ সরছে।
5/7
আজ দক্ষিণবঙ্গের শুধুমাত্র চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনভর। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
6/7
সব জেলাতেই আজ হলুদ সর্তকতা জারি রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে। আবার শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে।
7/7
আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Sponsored Links by Taboola