দীপাবলি পেরোতেই এল শীতের আগমন বার্তা, কলকাতায় ঠান্ডা পড়ার দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর
কালীপুজোর আবহাওয়া নিয়ে খুশি সকলেই। সারা সন্ধে অল্প বিস্তর হাওয়া দিলেও বৃষ্টি ভোগায়নি। এরপরের উৎসব ভাইফোঁটা ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনি, রবি - ২ দিন ধরেই ভাইফোঁটা । সেই সঙ্গে কালী প্রতিমার বিসর্জন। তাই আবহাওয়ার দিকে নজর তো আছেই।
শুক্রবারও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
শনিবার বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে কোনও কোনও জেলার কিছু অংশে। কিছু জেলায় স্থানীয়ভাবে দু-এক জায়গায় বৃষ্টি হবে।
১ নভেম্বর থেকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের রেশ শুরু হতে পারে। শুষ্ক আবহাওয়ায় শীতের আগমন জানান দেবে।
কলকাতায় রবিবার ভাইফোঁটাতে শুষ্ক আবহাওয়াই থাকবে প্রধানত। বৃষ্টির সম্ভাবনা নেই।
শুক্রবারও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তা সামান্যই।
সবমিলিয়ে ভাইফোঁটায় মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকবে। সেই সঙ্গে উইকেন্ড থেকেই আবহাওয়ার পরিবর্তন অনুভব করা যেতে পারে। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট শুরু হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -