দীপাবলি পেরোতেই এল শীতের আগমন বার্তা, কলকাতায় ঠান্ডা পড়ার দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

শনিবার বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে কোনও কোনও জেলার কিছু অংশে। কিছু জেলায় স্থানীয়ভাবে দু-এক জায়গায় বৃষ্টি হবে।

কলকাতায় ঠান্ডা পড়ার দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

1/8
কালীপুজোর আবহাওয়া নিয়ে খুশি সকলেই। সারা সন্ধে অল্প বিস্তর হাওয়া দিলেও বৃষ্টি ভোগায়নি। এরপরের উৎসব ভাইফোঁটা ।
2/8
শনি, রবি - ২ দিন ধরেই ভাইফোঁটা । সেই সঙ্গে কালী প্রতিমার বিসর্জন। তাই আবহাওয়ার দিকে নজর তো আছেই।
3/8
শুক্রবারও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
4/8
শনিবার বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে কোনও কোনও জেলার কিছু অংশে। কিছু জেলায় স্থানীয়ভাবে দু-এক জায়গায় বৃষ্টি হবে।
5/8
১ নভেম্বর থেকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের রেশ শুরু হতে পারে। শুষ্ক আবহাওয়ায় শীতের আগমন জানান দেবে।
6/8
কলকাতায় রবিবার ভাইফোঁটাতে শুষ্ক আবহাওয়াই থাকবে প্রধানত। বৃষ্টির সম্ভাবনা নেই।
7/8
শুক্রবারও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তা সামান্যই।
8/8
সবমিলিয়ে ভাইফোঁটায় মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকবে। সেই সঙ্গে উইকেন্ড থেকেই আবহাওয়ার পরিবর্তন অনুভব করা যেতে পারে। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট শুরু হবে।
Sponsored Links by Taboola