Winter Update: ঘুচতে চলেছে আক্ষেপ, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট, সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত বঙ্গে
মাঝ পৌষেও শীতের দেখা নেই। বঙ্গবাসীর সেই আক্ষেপ ঘুচতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার থেকে ফের নামতে শুরু করবে পারদ। সপ্তাহান্তে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।
ভোর থেকে কুয়াশা। বেলা গড়ালে দেখা মিলছে সূর্যের। গত কয়েকদিন ধরে ছবিটা এমনই ছিল।
ডিসেম্বরের মাঝামাঝি থেকেই বাড়তে শুরু করেছিল তাপমাত্রা।
লেপ-কম্বল, সোয়েটার, চাদরে অস্বস্তি বাড়ছিল। শীতের অপেক্ষায় শুরু হয়েছিল দিন গোনা।
অবশেষে ফের নামতে শুরু করেছে পারদ। আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে হাওয়া বদল হবে রাজ্যে। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে।
উত্তরবঙ্গেও বৃহস্পতিবারের পর থেকে পারদ নামবে। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট।
সপ্তাহান্তে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। এমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -