Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Alert: রং দেখে চিনুন বিপদ! কোন রঙে কোন আবহাওয়া-বার্তা?
আবহাওয়ার পূর্বাভাসের দিকে খেয়াল রাখেন অনেকেই। কাজে বেরনোর আগে অনেকেই একঝলকে দেখে নিতে চান কেমন থাকবে আবহাওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশহর থেকে গ্রাম- আবহাওয়ার উপর নির্ভর করে গোটা দিনের কাজের পরিকল্পনা। রেডিও বা সংবাদমাধ্যমে তাই সেদিকে নজর থাকেই।
আবহাওয়া দফতর প্রতিপদে জানাতে থাকে আবহাওয়ার পূর্বাভাস। বিশেষকরে বর্ষাকালে বৃষ্টি হবে কিনা, বজ্রপাতের সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেয় সংশ্লিষ্ট আবহাওয়া দফতর।
সেই পূর্বাভাসেই মাঝেমধ্যে দেখতে পাওয়া যায় বিভিন্ন সতর্কতার কথা। বিভিন্ন রংয়ের নামে সতর্কতার নাম লেখা থাকে।
চারটি আলাদা রং দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, সেই সময়ের আবহাওয়ার পূর্বাভাস বা সতর্কবার্তা কী হবে? প্রতিটির আলাদা আলাদা অর্থ রয়েছে, সেগুলি কী?
সবুজ সতর্কতা: এর অর্থ কোনও কোনও সতর্কতা নেই। কোনওরকম বৃষ্টি হলেও কোনও সতর্কতামূলক বার্তা নেই।
হলুদ সতর্কতা: এর মানে এখন যা আবহাওয়া পরিস্থিতি রয়েছে তা আরও বিগড়ে যেতে পারে। তা দৈনন্দিন কাজকর্মে প্রভাব পড়তে পারে।
কমলা সতর্কতা: খুবই বাজে আবহাওয়া থাকলে কমলা সতর্কতা দেওয়া হয় আবহাওয়া দফতরের তরফে। এমন পরিস্থিতিতে রেল-সড়ক এবং বিমান যোগাযোগে সমস্যা তৈরি হতে পারে।
লাল সতর্কতা: যখন আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হওয়ার আশঙ্কা থাকে, যার জন্য পরিবহন ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা ব্য়াহত হতে পারে
এমন অবস্থায় লাল সতর্কতা রাখতে পারে। প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানির আশঙ্কা থাকলেও এই সতর্কতা দেওয়া হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -