KMC Election 2021 : কোন বরোর ভোটগণনা কোথায় ? কত রাউন্ডের গণনা ? রইল বিস্তারিত
আজ কলকাতা পুরভোটের ফলগণনা। সকাল ৮টা থেকে শুরু হবে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা। রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে হবে ভোটগণনা। মোট ১১ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবরো ১ ও ২-এর ভোটগণনা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। বরো ১ গঠিত কলকাতা পুরসভার ১ থেকে ৯, ৯টি ওয়ার্ড নিয়ে। আর বরো ২ গঠিত ১০ থেকে ২০ নম্বর ওয়ার্ড, মোট ৯ টি ওয়ার্ড নিয়ে।
কলকাতা পুরসভার ৩ থেকে ৬ নম্বর বরোর ভোটগণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বরো ৩, ১১ টি ওয়ার্ড নিয়ে গঠিত বরো ৫, আর বরো ৪ ও ৬ গঠিত ১০ টি ওয়ার্ড নিয়ে।
বরো ৭-এর ভোটগণনা হবে গীতাঞ্জলী স্টেডিয়ামে। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত বরো ৭। ওয়ার্ডগুলি হল ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৩, ৬৪, ৬৫, ৬৬ ও ৬৭।
১১ ওয়ার্ডের বরো ৮-এর গণনা হবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিংয়ে। (যা আগে পরিচিত ছিল ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ হিসেবে।)
১০ ওয়ার্ডের বরো ৯-এর ভোটগণনা হবে হেস্টিংয়ের ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওম্যানে।
১২ ওয়ার্ডের বরো ১০-এর ভোটগণনা হবে যোধপুর পার্ক বয়েজ স্কুলে। ওয়ার্ডগুলি হল ৮১, ৮৯, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯ ও ১০০ ।
৭ ওয়ার্ডের বরো ১১-এর ভোটগণনা যোধপুর পার্ক গার্লস স্কুলে। বরো ১২-এর ভোটগণনা গীতাঞ্জলী স্টেডিয়ামে। মোট ওয়ার্ড সংখ্যা ৭।
৭ ওয়ার্ডের বরো ১৩-এর ভোটগণনা বরিষা হাইস্কুলে। বরো ১৪-এর ভোটগণনা হবে বিবেকানন্দ স্কুলে। মোট ওয়ার্ড ৭ টি।
৯ ওয়ার্ডের বরো ১৫-এর ভোটগণনা সিস্টার নিবেদিতা গর্ভমেন্ট কলেজ এফ গার্লস-এ। বরো ১৬-এর ভোটগণনা ব্রতচারী বিদ্যাশ্রমে। ওয়ার্ড সংখ্যা ৭।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -