Cyclone Dana Update: রাজ্যের কোন জেলায় সাইক্লোনের প্রভাবে সবথেকে বেশি দুর্যোগের আশঙ্কা ?
দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে আগেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী ১২ ঘণ্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘দানা’ পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০ কিমি/ঘণ্টা ঝড়ের আশঙ্কা রয়েছে।
রাজ্যের একাধিক জেলায় সাইক্লোনের প্রভাবে দুর্যোগের আশঙ্কা রয়েছে। কোথাও অধিক, কোথাও কম। ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর অবধি রয়েছে সতর্কতা।
তবে আগামীকাল ২৪ তারিখ দুর্যোগের সবথেকে বেশি আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
২৪ অক্টোবর কমলা সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম- এই জেলাগুলিতে।
২৫ অক্টোবর দুর্যোগের সবথেকে বেশি আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার রাজ্যের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর এই জেলাগুলির প্রত্যেকটিতেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাতও হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। উপকূলবর্তী এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যেসকল এলাকাগুলিতে বিপদের আশঙ্কা সর্বোচ্চ, সেখানে বিপর্যয় মোকাবিল টিম, আশ্রয়ের ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -