Winter Forecast: নভেম্বরেই শীতের আমেজ রাজ্যে! কী জানাল হাওয়া অফিস?

Weather Forecast: আজ রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে উপকূলবর্তী ৩ জেলা ও উত্তরবঙ্গের দু’-একটি পার্বত্য় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফাইল ছবি

1/8
নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই কমবে তাপমাত্রা। রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভূত হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আবহাওয়া দফতর জানিয়েছেও ওই সময় থেকে বইতে শুরু করবে উত্তুরে হাওয়া। 
2/8
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলের অভিমুখ।
3/8
রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট। আজ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পার্বত্য এলাকায় দুই জেলা এবং উপকূলের তিন জেলায়। 
4/8
আজ রবিবার ও কাল সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। 
5/8
নভেম্বরের মাঝামাঝি সময়ে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। নভেম্বরের ১৫ তারিখের থেকেই পারদ পতন। দক্ষিণবঙ্গের সব জেলাতেই নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের আমেজ।
6/8
সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনাও নেই।
7/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হবে। মূলত পরিষ্কার আকাশ। আবহাওয়ার পরিবর্তন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। 
8/8
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৫ শতাংশ।
Sponsored Links by Taboola