Winter Forecast: নভেম্বরেই শীতের আমেজ রাজ্যে! কী জানাল হাওয়া অফিস?
নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই কমবে তাপমাত্রা। রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভূত হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আবহাওয়া দফতর জানিয়েছেও ওই সময় থেকে বইতে শুরু করবে উত্তুরে হাওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলের অভিমুখ।
রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট। আজ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পার্বত্য এলাকায় দুই জেলা এবং উপকূলের তিন জেলায়।
আজ রবিবার ও কাল সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে।
নভেম্বরের মাঝামাঝি সময়ে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। নভেম্বরের ১৫ তারিখের থেকেই পারদ পতন। দক্ষিণবঙ্গের সব জেলাতেই নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের আমেজ।
সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনাও নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হবে। মূলত পরিষ্কার আকাশ। আবহাওয়ার পরিবর্তন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৫ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -