Winter Forecast: ফের পারদ পতন বঙ্গে, জেলায় জেলায় জারি কুয়াশার সতর্কবার্তা
রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ। মূলত পরিষ্কার আকাশ। বিকেল থেকে সকাল পর্যন্ত ঠান্ডার অনুভূতি থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহভর থাকবে শীতের আমেজ। বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।
সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে। কলকাতায় ১৭ পুরুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম।
সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি, কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা।
আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা।
মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ। সকালে কিছুক্ষণ কুয়াশা থাকলে দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা।
রবিবার সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে। সোমবার সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।
মরশুমে প্রথম কলকাতা তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। রাতের তাপমাত্রা আরও কমল। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ ;মনোরম আবহাওয়া।
সকাল ও রাতে শীতের আমেজ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম।
আগামী ৪/৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -