Winter Weather Update: জাঁকিয়ে শীত পড়ার কাউন্টডাউন শুরু কলকাতায়
Winter Weather Update: জাঁকিয়ে শীত পড়ার কাউন্টডাউন শুরু কলকাতায়
1/10
কালীপুজো কাটতেই শহরে শীতের আমেজ। সকালে কুয়াশার চাদরে মোড়া শহর।
2/10
পারদ বারবার যেন জানান দিচ্ছে, এলো যে শীতের বেলা
3/10
কলকাতার তাপমাত্রা নামল কুড়ি ডিগ্রির নীচে।জাঁকিয়ে শীত পড়ার কাউন্টডাউন শুরু।
4/10
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।
5/10
আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
6/10
বাধাহীন উত্তুরে হাওয়ায় রাজ্যজুড়ে শীতের আমেজ।
7/10
দার্জিলিঙে পারদ নেমেছে ৮ ডিগ্রিতে।
8/10
তবে আনুষ্ঠানিকভাবে শীতের আগমন কবে, তা ঘোষণা করেনি আবহাওয়া দফতর।
9/10
লেপ-কম্বল থেকে সোয়েটার বের করার দিন এল কাছে
10/10
আসছে হালকা রোদে গা সেঁকে নেওয়ার দিন
Published at : 06 Nov 2021 10:40 AM (IST)