সুরক্ষাই শেষ কথা, 'ড্রাকুলা স্যার'- এর স্ক্রিনিং-এ এসে বাবাকে নিজের হাতে মাস্ক পরিয়ে দিলেন মিমি
ছবি সৌজন্যে- এসভিএফ
সবকিছুই করা হল সাবধানতা অবলম্বন করে।
এসেছিলেন মধুমিতাও।
উপস্থিত ছিলেন অভিনেত্রী সন্দীপ্তা।
উপস্থিত ছিলেন ঋতব্রত মুখোপাধ্যায়।
এসেছিলেন সৌরভ দাস।
উপস্থিত ছিলেন ছবির অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও।
এসেছিলেন ইশাও।
'ড্রাকুলা স্যার'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে অভিনেত্রী মিমি ও অনির্বাণ।
পরিচালকের সঙ্গে তারকারা।
পরিচালকের সঙঅগে মিমি।
পুজোয় মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টচার্য্য অভিনীত 'ড্রাকুলা স্যার'। প্রকাশ্যে এল নতুন ছবির প্রিমিয়ারের ঝলক।
সবার আগে সুরক্ষা, বাবাকে পরম যত্নে মাস্ক পরাচ্ছেন মিমি
প্রিমিয়ারেই দেখা গেল বাবাকে মাস্ক পরিয়ে দিচ্ছেন মিমি।
'ড্রাকুলা স্যার'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে বাবা সোমেশ চক্রবর্তীকে নিয়ে হাজির হয়েছিলেন মিমি।
সেলফিতে মজলেন ছবির 'মঞ্জরী'।
ছবির নায়ক নায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন একঝাঁক তারকা।
একসঙ্গে কেক কাটলেন ছবির কেন্দ্রীয় চরিত্ররা।
উপস্থিত ছিলেন সৃজিত ও মিথিলা।
স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন গায়ক অনিন্দ্য।