নবপত্রিকা স্নানের পর বেলুড় মঠেও শুরু হয়েছে পুজো, দেখুন সেই ছবি
প্রতি বছর বেলুড় মঠে কুমারীপুজো দেখতে ভিড় করেন ভক্তরা। এবার সেই কুমারীপুজোর জন্য বিশেষ আয়োজন করা হচ্ছে। বেলুড়মঠের তরফে জানানো হয়েছে, ছোট করে হবে কুমারী পুজো। সন্ন্যাসীরা নন, পরিবারের সদস্যদের সঙ্গেই পুজোস্থলে আসবে কুমারী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বামী বিবেকানন্দের হাতে ১৯০১ সালে প্রথম দুর্গাপুজো হয় মঠ প্রাঙ্গণে। তারপর থেকে দীর্ঘদিন পুজো হয়েছে মূল মন্দিরের ভিতরে। ভিড় সামলাতে ২০০০ সাল থেকে মঠ প্রাঙ্গণে পুজোর আয়োজন শুরু হয়। এ বছর আবার মূল মন্দিরের ভিতরে হবে দুর্গাপুজো।
করোনা আবহে বেলুড়মঠের মূল মন্দিরে হচ্ছে দুর্গাপুজো। প্রবেশ নিষেধ দর্শনার্থীদের। পুজোস্থলে সন্ন্যাসীদের প্রবেশাধিকারও সীমিত।
সপ্তমীরহ সকালে নিয়ম মেনে হয়েছে নবপত্রিকা স্নান। তারপর শুরু হয়েছে পুজো অর্চনা।
মঠের সন্ন্যাসীরা দূরত্ববিধি মেনে পুজো করেছেন।
অন্যান্যবার গঙ্গায় হয় কলাবউ স্নান। এবার মন্দিরের ভিতরেই কলাবউ স্নান হয়।
চিরাচরিত নিয়ম মেনে বেলুড়মঠে আজ মহাসপ্তমীর পুজো শুরু হয়েছে। তবে এবার করোনা আবহে নিয়ম বদলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -