দুর্গাপুজোয় ভক্তদের জন্য সুখবর, ষষ্ঠী থেকে দশমী খোলা কালীঘাট মন্দিরের গর্ভগৃহ
আবার বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে গর্ভগৃহ। মন্দিরের ২ নম্বর গেট দিয়ে ৬ ফুট দূরত্ব রেখে ভক্তরা গর্ভগৃহে যেতে পারবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণেশ্বর, তারাপীঠ, বেলুড়মঠের পর জুলাইয়ে খুলেছিল কালীঘাট মন্দির। তবে করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে খোলা হয় মন্দির। সেই সময় মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দেয়, গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবেন না।
লকডাউনের পর ভক্তদের জন্য কালীঘাট মন্দিরের দরজা প্রথম খুলেছিল গত ১ জুলাই। তবে তখন মন্দির খুললেও ভক্তদের গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না । পুজোর কটা দিন সেই অনুমতি দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ।
প্রবেশপথে বসানো হয় স্যানিটাইজেশন টানেল। সেই সব করোনা বিধিনিষেধ মেনেই ষষ্ঠী থেকে দশমী গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হল ভক্তদের।
যাঁরা নাটমন্দির থেকে প্রতিমা দর্শন করবেন, তাঁরা ৫ নম্বর গেট দিয়ে ঢুকবেন।
ষষ্ঠী থেকে দশমী ভক্তদের জন্য খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। ওই ক’দিন প্রথম দফায় সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত গর্ভগৃহ খোলা থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -