দেবীপক্ষে কাশী বোস লেনে দুর্গা পুজো শুরু, কুমোরটুলি সর্বজনীনে হল চক্ষুদান
আজ থেকেই মহানগরী জুড়ে পুজোর মেজাজ শুরু হয়ে গোল পুরোদস্তুর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৯০ বছরে পা দিল এই পুজো।
এবার এই পুজোয় দেবীর অভয়া মূর্তি।
চোখ আঁকলেন শিল্পী।
অন্যদিকে আজ দেবীপক্ষের সূচনায় কুমোরটুলি সর্বজনীনের প্রতিমায় চক্ষুদান হয়ে গেল।
৫ দিন পুজোর সময় তাই যথেষ্ট ছিল না। সেই কথা ভেবেই প্রতিপদ থেকে পুজো শুরুর কথা ভাবা হয়।
স্বাধীনতা আন্দোলনের সময় উত্তর কলকাতায় খুবই সক্রিয় ছিল বিপ্লবী গোষ্ঠীগুলি। কিন্তু পুলিশ সব জমায়েত, বৈঠক নিষিদ্ধ করেছিল। সেই সময় দুর্গাপুজোর পুণ্য সময়েই একত্রিত হতেন বিপ্লবীরা। সারতেন আলোচনা।
১৪ জন পুরোহিত, ১৪ জন সহকারী সহ মোট ২৮ জন পূজারী বসেন পুজোয়।
আজ থেকেই পুজোর বাদ্যি বেজে গেল কাশী বোস লেনে। দেবীপক্ষের প্রথমদিন পুজো শুরু হয়ে যায় এখানে। সময়টা দক্ষিণায়ন। এই সময় দেবতারা ঘুমন্ত থাকেন, পুরাণে কথিত আছে তেমনটাই। তাই রাবণ বধের জন্য রামচন্দ্র দেবতাদের জাগ্রত করতে পুজোয় বসেন নাকি এই প্রতিপদ তিথিতেই। অবশেষে পঞ্চমীতে জাগ্রত হন দেবগণ।
মলমাস কেটে আজ দেবীপক্ষের সূচনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -