দেখুন, মহাসপ্তমীর সকালে গঙ্গায় নবপত্রিকা স্নান, আজই বাপের বাড়ি আসছেন উমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2020 07:53 AM (IST)
1
শাস্ত্রমতে আজই ষোড়শ উপাচারে দুর্গাপুজো শুরু। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই মণ্ডপে মণ্ডপে দেবীর আবাহন।
2
যাবতীয় আচার অনুষ্ঠান শুরু সকাল থেকেই। আজ সকালে কলাবউ স্নান। ঘট স্থাপন করে দুর্গার প্রাণপ্রতিষ্ঠা।
3
কলকাতার জাজেস ঘাটে দেখা গেল কলা বউস্নানের ভিড়।
4
মহাসপ্তমীর সকাল। নবপত্রিকা স্নানের পর শুরু হয় দেবীর আরাধনা।