Agnipath Scheme: সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম, ৪ বছরেই ছাড়তে পারবেন চাকরি
Agnipath Scheme
1/9
দেশের সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম আনল সরকার। এই নতুন স্কিমের নাম রাখা হয়েছে অগ্নিপথ (Agnipath Scheme Army)।
2/9
এই স্কিমের আওতায় যুবকদের ৪ বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হবে। এর সঙ্গেও রয়েছে আরও সুবিধা।
3/9
আপনি সেনাবাহিনীতে নিয়োগের নতুন এই স্কিমের মাধ্যমে যেকোনও রেজিমেন্টের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও রেজিমেন্টে জাতি, ধর্ম, অঞ্চলের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে না।
4/9
৪ বছর পর জওয়ানদের কাজের বিষয়ে পর্যালোচনা করা হবে এর পাশাপাশি তাদের চাকরি ছাড়ার সময় সার্ভিস ফান্ড প্যাকেজ দেওয়া হবে। এই নতুন স্কিমে কোনও পেনশন থাকবে না, এককালীন অর্থ দেবে সরকার।
5/9
১৭.৫ বছর থেকে ২১ বছরের যুবকরা (অগ্নিপথ স্কিম) এই স্কিমে আবেদন করতে পারবেন। এতে ১০ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
6/9
এই স্কিমের বেতনের হিসাবে প্রথম বছরের জন্য ৪.৭৬ লক্ষ বার্ষিক প্যাকেজ পাবে যুবকরা। চতুর্থ বছরে এই প্যাকেজ বেড়ে ৬.৯২ লক্ষ টাকায় গিয়ে দাঁড়াবে।
7/9
একই সঙ্গে সেনাবাহিনীর লোকেরাও ঝুঁকি ও কষ্টের সঙ্গে ভাতার সুবিধা পাবে। একই সঙ্গে ৪ বছরের চাকরি শেষ হওয়ার পর সেনাবাহিনীর যুবকদের পরিষেবা তহবিল হিসাবে ১১.৭ লক্ষ টাকা পাবে।
8/9
কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পটি দেশের যুবকদের কথা ভেবেই শুরু করা হয়েছে। রাজনাথ সিং জানিয়েছেন, দেশের নিরাপত্তা জোরদার করতেই নতুন এই পরিকল্পনার দিকে হেঁটেছে সরকার।
9/9
মনে রাখবেন যে এই পরিমাণে অর্থের ওপর কোনও কর ধার্য করা হবে না।
Published at : 15 Jun 2022 03:01 PM (IST)