Agnipath Scheme: সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম, ৪ বছরেই ছাড়তে পারবেন চাকরি
দেশের সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম আনল সরকার। এই নতুন স্কিমের নাম রাখা হয়েছে অগ্নিপথ (Agnipath Scheme Army)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই স্কিমের আওতায় যুবকদের ৪ বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হবে। এর সঙ্গেও রয়েছে আরও সুবিধা।
আপনি সেনাবাহিনীতে নিয়োগের নতুন এই স্কিমের মাধ্যমে যেকোনও রেজিমেন্টের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও রেজিমেন্টে জাতি, ধর্ম, অঞ্চলের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে না।
৪ বছর পর জওয়ানদের কাজের বিষয়ে পর্যালোচনা করা হবে এর পাশাপাশি তাদের চাকরি ছাড়ার সময় সার্ভিস ফান্ড প্যাকেজ দেওয়া হবে। এই নতুন স্কিমে কোনও পেনশন থাকবে না, এককালীন অর্থ দেবে সরকার।
১৭.৫ বছর থেকে ২১ বছরের যুবকরা (অগ্নিপথ স্কিম) এই স্কিমে আবেদন করতে পারবেন। এতে ১০ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
এই স্কিমের বেতনের হিসাবে প্রথম বছরের জন্য ৪.৭৬ লক্ষ বার্ষিক প্যাকেজ পাবে যুবকরা। চতুর্থ বছরে এই প্যাকেজ বেড়ে ৬.৯২ লক্ষ টাকায় গিয়ে দাঁড়াবে।
একই সঙ্গে সেনাবাহিনীর লোকেরাও ঝুঁকি ও কষ্টের সঙ্গে ভাতার সুবিধা পাবে। একই সঙ্গে ৪ বছরের চাকরি শেষ হওয়ার পর সেনাবাহিনীর যুবকদের পরিষেবা তহবিল হিসাবে ১১.৭ লক্ষ টাকা পাবে।
কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পটি দেশের যুবকদের কথা ভেবেই শুরু করা হয়েছে। রাজনাথ সিং জানিয়েছেন, দেশের নিরাপত্তা জোরদার করতেই নতুন এই পরিকল্পনার দিকে হেঁটেছে সরকার।
মনে রাখবেন যে এই পরিমাণে অর্থের ওপর কোনও কর ধার্য করা হবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -