AILET 2024 Registration: আজই রেজিস্ট্রেশনের শেষ দিন, AILET 2024-এর জন্য কীভাবে করবেন আবেদন?
আজই অল ইন্ডিয়া ল’ এন্ট্রান্সের রেজিস্ট্রেশনের শেষ দিন। জানিয়ে দিল ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবেদনের জন্য nationallawuniversitydelhi.in এই ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীকে।
দিল্লির ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি অল ইন্ডিয়া ল’ এন্ট্রান্স বা AILET পরীক্ষা নিয়ে থাকে পাঁচ বছরের LLB, LLM এবং পিএইচ ডি-র জন্য।
আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা হবে। কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
nationallawuniversitydelhi.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে অ্যাপ্লিকেশন ফর্মও পূরণ করতে হবে।
ছবি, সই, সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে। ফর্ম পূরণ হয়ে গেলে, একেবারে শেষ ধাপে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
নিজের কাছে রেকর্ড রাখার জন্য প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -