১০+৮+৬ ব্যালেন্সে ভরসা, একদা মডেলিংয়ে সফল এখন আমলা, অনুপ্রেরণার নাম ঐশ্বর্য
পড়াশোনায় ভাল ছিলেন স্কুলে পড়াকালীন। সায়েন্স স্ট্রিমের ছাত্রী । টপার ছিলেন ক্লাস টুয়েলভের পরীক্ষায়। পেয়েছিলেন ৯৭.৫ শতাংশ নম্বর। সৌজন্য ইনস্টাগ্রাম @ aishwarya__sheoran
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজস্থানের বাসিন্দা। তবে থাকতেন দিল্লিতে। বাবা সেনায় কর্মরত। কর্নেল। মা গৃহিণী। স্নাতক দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে
ফার্স্ট ইয়ারে পড়াকালীন মলে শপিং করতে গিয়ে মডেলিং সংক্রান্ত একটি প্রতিযোগিতায় অংশ নেন। পরিকল্পনা ছাড়াই। জেতেন
মায়ের ইচ্ছে ছিল ঐশ্বর্য মিস ইন্ডিয়া হোন। সেই মতো মিস ইন্ডিয়ায় অংশ নেন। অফার আসতে থাকে। বাছাই করে অংশ নিতে থাকেন। পড়াশোনার পাশাপাশি
স্নাতক হওয়ার পরে শুরু করে দেন সিভিল সার্ভিসের প্রস্তুতি। গুডবাই জানান মডেলিংকে
প্রথমবারই আসে সাফল্য UPSC-তে একেবারে ৯৩ তম স্থানে নিজেকে খুঁজে পান ঐশ্বর্য।
প্রত্যাশীদের জন্য তাঁর টিপস, জীবনে ব্যালেন্স করে চলা খুব দরকার। তিনি চলেছেন । ১০+৮+৬ এই ব্যালেন্সে চলেছেন। ১০ ঘণ্টা পড়াশোনা। ৮ ঘণ্টা ঘুম। বাকি ৬ ঘণ্টা ইচ্ছেমত
ফোকাস, নিয়মানুবর্তিতার উপর জোরের জেরেই সাফল্য, বার্তা ঐশ্বর্যর। নিজে ওই সময়ে ইন্টারনেট ব্যবহার করতেন শুধু পড়াশোনার জন্য।
পড়া, লেখা আর অনুশীলন তাঁর সাফল্যের রসায়ন। আজ তিনি আমলা। সংস্কার আর মূল্যবোধের উপর অতিশয় জোরও দিতে বলেছেন। সৌজন্য ইনস্টাগ্রাম @ aishwarya__sheoran
- - - - - - - - - Advertisement - - - - - - - - -