১০+৮+৬ ব্যালেন্সে ভরসা, একদা মডেলিংয়ে সফল এখন আমলা, অনুপ্রেরণার নাম ঐশ্বর্য

মডেলিং ছেড়ে সম্পূর্ণ ভিন্ন পথে কেন এলেন ? কীভাবে প্রথম প্রচেষ্টাতেই UPSC-র মতো কঠিন পরীক্ষার দরজা পার করলেন ঐশ্বর্য শেওরান

ঐশ্বর্য শেওরান, ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম @ aishwarya__sheoran

1/9
পড়াশোনায় ভাল ছিলেন স্কুলে পড়াকালীন। সায়েন্স স্ট্রিমের ছাত্রী । টপার ছিলেন ক্লাস টুয়েলভের পরীক্ষায়। পেয়েছিলেন ৯৭.৫ শতাংশ নম্বর। সৌজন্য ইনস্টাগ্রাম @ aishwarya__sheoran
2/9
রাজস্থানের বাসিন্দা। তবে থাকতেন দিল্লিতে। বাবা সেনায় কর্মরত। কর্নেল। মা গৃহিণী। স্নাতক দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে
3/9
ফার্স্ট ইয়ারে পড়াকালীন মলে শপিং করতে গিয়ে মডেলিং সংক্রান্ত একটি প্রতিযোগিতায় অংশ নেন। পরিকল্পনা ছাড়াই। জেতেন
4/9
মায়ের ইচ্ছে ছিল ঐশ্বর্য মিস ইন্ডিয়া হোন। সেই মতো মিস ইন্ডিয়ায় অংশ নেন। অফার আসতে থাকে। বাছাই করে অংশ নিতে থাকেন। পড়াশোনার পাশাপাশি
5/9
স্নাতক হওয়ার পরে শুরু করে দেন সিভিল সার্ভিসের প্রস্তুতি। গুডবাই জানান মডেলিংকে
6/9
প্রথমবারই আসে সাফল্য UPSC-তে একেবারে ৯৩ তম স্থানে নিজেকে খুঁজে পান ঐশ্বর্য।
7/9
প্রত্যাশীদের জন্য তাঁর টিপস, জীবনে ব্যালেন্স করে চলা খুব দরকার। তিনি চলেছেন । ১০+৮+৬ এই ব্যালেন্সে চলেছেন। ১০ ঘণ্টা পড়াশোনা। ৮ ঘণ্টা ঘুম। বাকি ৬ ঘণ্টা ইচ্ছেমত
8/9
ফোকাস, নিয়মানুবর্তিতার উপর জোরের জেরেই সাফল্য, বার্তা ঐশ্বর্যর। নিজে ওই সময়ে ইন্টারনেট ব্যবহার করতেন শুধু পড়াশোনার জন্য।
9/9
পড়া, লেখা আর অনুশীলন তাঁর সাফল্যের রসায়ন। আজ তিনি আমলা। সংস্কার আর মূল্যবোধের উপর অতিশয় জোরও দিতে বলেছেন। সৌজন্য ইনস্টাগ্রাম @ aishwarya__sheoran
Sponsored Links by Taboola