Cambridge University: Delulu, Skibidi, Tradwife-এর মতো শব্দও এবার কেমব্রিজ ডিকশনারিতে, প্রভাব নেট দুনিয়ার!
Cambridge Dictionary Language Update: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে বদল আসছে ইংরেজি ভাষাতেও? ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
জটিল এবং কঠিন শব্দের অর্থ খুঁজতে, নতুন শব্দ শিখতেও এতদিন ভরসা ছিল অভিধান। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে সেই অভিধানের সংজ্ঞাও বদলে যাচ্ছে।
2/10
বাঁধাধরা ছকের মধ্যে না থেকে সোশ্যাল মিডিয়া, তারকাদের মুখে জনপ্রিয় হয়ে ওঠা শব্দও এখন ঠাঁই পাচ্ছে অভিধানে। গত এক বছরে কেমব্রিজ ডিকশনারি প্রায় ৬০০০ নতুন শব্দ যুক্ত করেছে, যার মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহৃত শব্দও রয়েছে।
3/10
ইংরেজি ভাষার উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব যে ক্রমশ গাঢ় হয়ে উঠছে, সেকথা স্বীকার করে নিয়েছেন কেমব্রিজ ডিকশনারির লেক্সিক্যাল প্রোগ্রাম ম্যানেজার কলিন ম্যাকইনটোশ। তাঁর কথায়, ‘নেটদুনিয়ার সংস্কৃতি ইংরেজি ভাষাকে বদলে দিচ্ছে। এর সাক্ষী হওয়া এবং অভিধানে সেই সব শব্দ লিপিবদ্ধ করার অভিজ্ঞতা বেশ চিত্তাকর্ষক।”
4/10
গত এক বছরে কেমব্রিজ ডিকশনারিতে মোট ৬ হাজার ২১২টি নতুন শব্দ জায়গা করে নিয়েছে। Skibidi, Delulu, Tradwife, Broligarchy-র মতো শব্দ সেই তালিকায় রয়েছে, যা সোশ্যাল মিডিয়া এবং Gen Z এবং Gen Alpha-দের দৌলতে মুখে মুখে ছড়িয়ে পড়েছে।
5/10
এর মধ্যে Skibidi শব্দটি রসিকতা করে ব্যবহার করা হয়। ইউটিউব সিরিজ ‘Skibidi Toilet’ থেকে শব্দটি জনপ্রিয় হয়েছে। এর নির্দিষ্ট কোনও অর্থ হয় না, খুব চিত্তাকর্ষক কিছু, আবার জঘন্য কিছু বোঝাতেও ব্যবহৃত হয়। অনুভূতি নির্ভর করে কণ্ঠস্বরের উপর।
6/10
একই ভাবে Tradwife-এর অর্থ হল Traditional Wife, অর্থাৎ চাকরি, নিজের উন্নতির কথা না ভেবে যে মহিলা ‘আদর্শ স্ত্রী’ হিসেবে তুলে ধরেন। অবাস্তব ভাবনাচিন্তা নিয়ে বাঁচলে, বিভ্রান্ত লোকজনকে Delulu শব্দটিকে স্ল্যাং হিসেবে ব্যবহার করা হয়।
7/10
রাশিয়ার মতো দেশে বিত্তশালী ও রাজনৈতিক ভাবে প্রভাবশালীদের Oligarch বলা হয়। আজকাল Broligarchy শব্দটির ব্যবহার চোখে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এক্ষেত্রে গোষ্ঠীবদ্ধ পুরুষদের বোঝায়, যাঁরা প্রযুক্তি ব্যবসায় যুক্ত, ধনী, রাজনৈতিক ভাবেও প্রভাবশালী।
8/10
এর পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার আরও কিছু শব্দ যুক্ত করা হয়েছে। যেমন, Lewk: বিশেষ ধরনের স্টাইল বা ফ্যাশন বোঝাতে, Inspo: নেটদুনিয়ায় অনুপ্রেরণা জোগানো কোনও পোস্ট, Mouse Jiggler: মাউস নাড়ানোর মতো কোনও ডিভাইস নাড়ালে, কাজ চলছে বলে দেখাতে চাওয়া। লকডাউনের সময় ওয়র্ক ফ্রম হোম-এর বহর বাড়ে। সেই সময়ই শব্দটির উৎপত্তি।
9/10
কিন্তু এই সব শব্দ আদৌ কি অভিধানে রাখার যোগ্য? কলিনের জবাব, “সচরাচর Skibidi, Delulu-র মতো শব্দ কেমব্রিজের অভিধানে চোখে পড়ে না। অভিধানে যাতে মানুষের চোখ আটকায়, তার জন্যই শব্দগুলি যুক্ত করা হয়েছে।”
10/10
কলিনের মতে, বয়স তুলনামূলক বেশি যাঁদের, TikTok সংস্কৃতির বাইরে যাঁরা, তাঁদের এই নতুন শব্দগুলি শিখে নেওয়া উচিত। নইলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না।
Published at : 20 Aug 2025 06:23 PM (IST)