CBSE Exam 2024: CBSE-র সূচি পরিবর্তন, পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল বোর্ড
CBSE Date Sheet 2024: ২০২৪ সালের CBSE দশম এবং CBSE দ্বাদশের পরীক্ষাসূচি পরিবর্তন করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
ছবি সৌজন্যে-পিক্সাবে
1/8
পরীক্ষার সূচিতে পরিবর্তন আনল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। বেশ কিছু বিষয়ের পরীক্ষার দিন রদবদল করা হয়েছে।
2/8
CBSE দশমের টিবেটান পরীক্ষা ৪ মার্চের পরিবর্তে নেওয়া হবে ২৩ ফেব্রুয়ারি।
3/8
দশমের রিটেল পরীক্ষা ১৬ ফেব্রুয়ারির বদলে হবে ২৮ ফেব্রুয়ারি।
4/8
CBSE দ্বাদশের ফ্যাশন স্টাডিজ় পরীক্ষা হবে মার্চের ২১ তারিখ। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে বিস্তারিত সূচি।
5/8
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। দ্বাদশের পরীক্ষা শেষ হবে ২ এপ্রিল।
6/8
কীভাবে দেখবেন নতুন সূচি? প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in –এ যেতে হবে।
7/8
হোম পেজেই Examination লেখা আলাদা অপশন বা ট্যাব থাকবে। সেখানে ক্লিক করলেই দশম এবং দ্বাদশের সূচির অপশন আসবে।
8/8
যে ক্লাসের রুটিন দেখতে চাইছেন সেখানে ক্লিক করলে দেখা যাবে বিস্তারিত সূচি।
Published at : 05 Jan 2024 03:06 PM (IST)