CBSE Exam 2024: CBSE-র সূচি পরিবর্তন, পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল বোর্ড
পরীক্ষার সূচিতে পরিবর্তন আনল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। বেশ কিছু বিষয়ের পরীক্ষার দিন রদবদল করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppCBSE দশমের টিবেটান পরীক্ষা ৪ মার্চের পরিবর্তে নেওয়া হবে ২৩ ফেব্রুয়ারি।
দশমের রিটেল পরীক্ষা ১৬ ফেব্রুয়ারির বদলে হবে ২৮ ফেব্রুয়ারি।
CBSE দ্বাদশের ফ্যাশন স্টাডিজ় পরীক্ষা হবে মার্চের ২১ তারিখ। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে বিস্তারিত সূচি।
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। দ্বাদশের পরীক্ষা শেষ হবে ২ এপ্রিল।
কীভাবে দেখবেন নতুন সূচি? প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in –এ যেতে হবে।
হোম পেজেই Examination লেখা আলাদা অপশন বা ট্যাব থাকবে। সেখানে ক্লিক করলেই দশম এবং দ্বাদশের সূচির অপশন আসবে।
যে ক্লাসের রুটিন দেখতে চাইছেন সেখানে ক্লিক করলে দেখা যাবে বিস্তারিত সূচি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -